
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে জোর করে ভোট দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং নির্বাচন কমিশন কার্যালয়ের যুগ্ম সচিব বরাবর লিখিত এ অভিযোগ করেন ইশরাক। অভিযোগ পত্রে কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রের নাম উল্লেখ করেন তিনি।
অভিযোগে ইশরাক হোসেন উল্লেখ করেন, ‘নৌকা মার্কার কর্মী বাহিনী কর্তৃক বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং ভোটারগণ ভোটকেন্দ্রে প্রবেশ করার পর কন্ট্রোল ইউনিট-এর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ভোটারগণকে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যালট ইউনিটে আওয়ামী লীগ কর্মীরা নৌকা মার্কায় ভোট দিচ্ছে।’
তিনি এ বিষয়ে সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তার প্রতি অনুরোধ করেন।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও ভোটারদের আঙুলের ছাপ নিয়ে অন্যদের বিরুদ্ধে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এরইমধ্যে ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকেল সাড়ে চারটা থেকেই বিভিন্ন কেন্দ্রে ফলাফল প্রকাশিত হবে। এরপর তা কেন্দ্রিয়ভাবে ঘোষণা করা হবে।
এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হওয়ায় দ্রুত ভোটের ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।