Logo
×

Follow Us

রাজনীতি

ইলিয়াস আলীর ছেলের বিয়েতে রাজনীতিবিদদের মিলনমেলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ১১:১২

ইলিয়াস আলীর ছেলের বিয়েতে রাজনীতিবিদদের মিলনমেলা

ইলিয়াস আলীর বড় ছেলে আবরার ইলিয়াস বিয়ের অনুষ্ঠান। ছবি: সংগৃহীত।

নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর বড় ছেলে আবরার ইলিয়াস বিয়ে করেছেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার (১৯ আগস্ট) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আবরার ইলিয়াস লন্ডন লিংকস ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার অ্যাট ল পাস করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও কামাল উদ্দিন-শাহানাজ কামাল দম্পতির কন্যা ব্যারিস্টার তাসমিনা শাহতাজের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

অনুষ্ঠানে আবরারের মা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহমিনা রুশদীর লুনা, ছোট ছেলে লাবিব সাহরা ও ছোট মেয়ে সাইয়্যারা নাওয়ালসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন 

ইলিয়াস আলীর ছেলের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির আমান উল্লাহ আমান, আবদুস সালাম, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীসহ নব্বইয়ের ছাত্র নেতারা ছিলেন।

প্রসঙ্গত, ২০১২ সালে ১৭ এপ্রিল রাতে বনানীর আমতলী এলাকা থেকে নিজের গাড়ি চালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। পরিবারের সদস্যরা অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের সদস্যরা তাদের দুইজনকে তুলে নিয়ে যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫