Logo
×

Follow Us

রাজনীতি

‘কর্নেল অলির নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন বিএনপি’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ১৯:৪৪

‘কর্নেল অলির নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন বিএনপি’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। ছবি: ফাইল।

কর্নেল অলি আহমেদের নেতৃত্বে বিএনপি নতুন করে গঠিত হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান।

আজ সোমবার (২৯ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুর রহমান বলেন, বিএনপি’র দুই উইকেট পড়ে গেছে। জামায়াত ওদেরকে তালাক দিয়েছে। ওদের ভোটের বাক্স খালি হয়ে গেছে। বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদের নেতৃত্বে বিএনপি নতুন করে গঠিত হচ্ছে।

তিনি বলেন, চারিদিক থেকে আগুন লেগেছে। তাই তারা নির্বাচনে যেতে ভয় পায়। নির্বাচনে আসতে চায় না। বিএনপির নোংরা বোঝা জামায়াত তাদের ঘাড়ে নিতে চায় না। এজন্য তারা সরে যাচ্ছে। 

বিএনপি থেকে জামায়াতের সরে যাওয়ার ঘোষণা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে বলেও আমরা মনে করেন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য।

তিনি বলেন, এদেশে নির্বাচন হবে। কিন্তু সে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের নেত্রীর কাম্য, আমাদেরও সেই প্রত্যাশা।

আবদুর রহমান বলেন, আজকে বিএনপিসহ আরো কিছু নামসর্বস্ব সংগঠনের নেতারা হুমকি দিচ্ছে, রাজপথের আন্দোলনে সরকারের পতন ঘটাবে। শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। এই দেশকে শ্রীলংকা বানাবে। আমরা জিজ্ঞেস করতে চাই যদি এই দেশ শ্রীলংকা হয় তাহলে তোমরা খাবা কি? শ্রীলংকার শিশুরা তো আজকে রাতে না খেয়ে ঘুমায়।

তিনি বলেন, আমি আপনাদের বলতে চাই বিএনপিকে নির্বাচনে ভয় পায়। নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না এবং বিএনপির এই পর্যন্ত কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারি নাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫