Logo
×

Follow Us

রাজনীতি

শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সাজেদা চৌধুরীর মরদেহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৫

শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সাজেদা চৌধুরীর মরদেহ

শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সাজেদা চৌধুরীর মরদেহ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। 

এর আগে তার প্রথম জানাজা ফরিদপুরের নগরকান্দায় সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়েছে।

এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হবে সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ। বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। 

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে বর্ষিয়ান এ রাজনীতিবিদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫