Logo
×

Follow Us

রাজনীতি

মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৫

মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ। ছবি: সংগৃহীত।

রাজধানীর মিরপুরে বিএনপির নেতাকর্মীদের পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে মিরপুর-৬ রোডে কাচাঁবাজারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, মিরপুরের ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটা করে এবং ধাওয়া দেয়।

এ সময় বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ দুপক্ষকে থামাতে গেলে সংঘর্ষ শুরু হয়ে যায়। এ ঘটনা বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক বলেন, আমাদের তিনটি স্থান পরিবর্তন করে দুপুর ১টার দিকে মিরপুর-৬ রোডের কাঁচাবাজারের সামনে প্রশাসন সমাবেশের অনুমতি দেয়। পরে মঞ্চ তৈরিরে কাজ শুরু হলে বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সমাবেশস্থলে যাচ্ছিল। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। তখন আমাদের নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তোলেন। এ ঘটনায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। অনেকে পাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে সারাদেশের পর ঢাকার ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এখন পর্যন্ত ৪টি স্থানে সমাবেশ করেছে দলটি। এর মধ্যে উত্তরার কামপাড়া সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫