Logo
×

Follow Us

রাজনীতি

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি: কাদের

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৪:১১

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি।’ 

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নড়াইল জেলার কালনা এলাকায় মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতী সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।’

নির্বাচনকালীন সরকার রুটিন দায়িত্ব পালন করবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫