Logo
×

Follow Us

রাজনীতি

দেশকে খাটো করছে বিএনপি: তথ্যমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৩

দেশকে খাটো করছে বিএনপি: তথ্যমন্ত্রী

ছবি: পিআইডি

বিদেশিদের কাছে নালিশ করে বিএনপি বাংলাদেশকে খাটো করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে ২০ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল দেখলাম একটি রাজনৈতিক দল (বিএনপি) ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে। ভোট দিলো বাংলাদেশের মানুষ। ভোট হলো ঢাকা শহরে। যদি কোনো নালিশ থাকে, তাহলে ঢাকা শহরের ভোটারদের কাছে নালিশ করতে হবে। যদি কোনো নালিশ থাকে বাংলাদেশের মানুষের কাছে নালিশ দিতে হবে। কথায় কথায় বিদেশিদের কাছে ধরনা দেয়া- এটি দেশ এবং জাতিকে অপমান করা। ক্রমাগতভাবে বিদেশিদের কাছে ছুটে যাওয়া- দেশ, জাতি এবং ঢাকা শহরের ভোটারদের অপমান করার শামিল।’

ড. হাছান মাহমুদ বলেন, যদি বিএনপির কোনো নালিশ থাকে, সেই নালিশ করতে হবে নির্বাচন কমিশনে। সেই নালিশ দেয়ার জন্য তারা আদালতে যেতে পারে। সেই নালিশ দেয়ার জন্য জনগণের কাছে যেতে পারে। ভোটারদের কাছে যেতে পারে। সেটি না করে তারা বিদেশি দূতাবাসের কুটনীতিকদের ডেকে নালিশ উপস্থাপন করে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি দূতাবাসগুলো অথবা রাষ্ট্রগুলো যাতে হস্তক্ষেপ করতে পারে এটি সেটির পথ তৈরি করে দেয়া। এটি কখনো আমাদের জন্য সম্মানজনক নয়। এটি আমাদের জন্য অসম্মানের। আর বিএনপি ক্রমাগতভাবে এই অসম্মানের কাজ করছে।

তিনি বলেন, বিএনপির নেতাদের আমি অনুরোধ জানাবো, আপনাদের যদি কোনো নালিশ থাকে তা দেশের জনগণের কাছে উপস্থাপন করুন। নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করুন। প্রয়োজনে আপনারা আদালতে যান। দয়া করে বারবার নালিশ উপস্থাপন করে বিদেশিদের কাছে দেশকে খাটো করবেন না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে একুশে বইমেলা পরিচালনা পরিষদের আহ্বায়ক, চসিক শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও মেলা পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শাহ আলম নিপু, মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়য়া, যুগ্মসচিব লেখক-গবেষক জামাল উদ্দীন, মেলা পরিচালনা কমিটির সমন্বয়ক চসিক উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫