বিএনপি লাঠি হাতে নিতেই আওয়ামী লীগ ঘাবড়ে গেছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ২১:১৪

কালশী এলাকায় বিএনপির জনসভার একাংশ। ছবি: সংগৃহীত।
বিএনপি আত্মরক্ষার্থে লাঠি হাতে নিতেই আওয়ামী লীগ ঘাবড়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার (৮ অক্টোবর) রাজধানীর পল্লবীর কালশী এলাকায় এক জনসভায় তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
জনসভায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ বলেন, গত ১৫ সেপ্টেম্বর এই সভা করার কথা মিরপুর ৬ নম্বরে। আওয়ামী সন্ত্রাসী ও সরকারি কর্মকর্তাদের একটি অংশের সমন্বয়ে সভা পণ্ড করা হয়েছিল। সেই পল্লবীতে দাঁড়িয়েই আজ সভা করছি। ঢাকার রাজপথ, দেশের সব অঞ্চলের সড়ক বিএনপির দখলে চলে গেছে।
এই আন্দোলন জনগণের আন্দোলন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলন শুরু হয়েছে। সব দলের একটাই লক্ষ্য, শেখ হাসিনা সরকারের পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা।
আমীর খসরু বলেন, একটি চক্র আওয়ামী লীগের দুর্নীতি-চুরির উচ্ছিষ্টভোগী। আওয়ামী লীগের লোকজনের পকেট ভরতে বিদ্যুৎ প্রকল্প করেছেন, টাকা পাচার করেছেন। অথচ এখন দেশে বিদ্যুৎ নেই।
২০১৪ সালের নির্বাচনে অংশ না প্রসঙ্গে তিনি বলেন, আমাদেরও দোষ আছে। আমরাই এমন নির্বাচনের সুযোগ করে দিয়েছিলাম। এবার এমন নির্বাচনের স্বপ্ন বৃথা যাবে।
সরকারের অত্যাচার-নির্যাতনে পুড়ে বিএনপির প্রতিটি কর্মী খাঁটি সোনায় পরিণত হয়েছে দাবি করে আমীর খসরু বলেন, বিএনপি লাঠিসোঁটার রাজনীতি করে না। বিএনপির নেতা-কর্মীদের ওপরে হামলা হয়েছে। আত্মরক্ষার্থে লাঠি হাতে নিতেই তারা (আওয়ামী লীগ) ঘাবড়ে গিয়েছে। তাদের নেতাদের বক্তব্যে স্পষ্ট ভয়ভীতি ফুটে উঠছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল আবেদীন ফারুক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম, গত সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।