Logo
×

Follow Us

রাজনীতি

কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন জানুয়ারিতে

Icon

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ২০:৫৩

কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন জানুয়ারিতে

বাংলাদেশ ছাত্রলীগ। ছবি: ফাইল

আগামী বছরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের এখনও একবছরের বেশি সময় বাকি থাকলেও, সভা-সমাবেশের মাধ্যমে ইতোমধ্যে মাঠ গরম করে তুলেছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো। অন্যদিকে গা-ঝাড়া দিয়ে মাঠে নামতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সমমনা দলগুলো।

একদিকে বিএনপি বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে, আরেকদিকে আওয়ামী লীগও মাঠ পর্যায়ে কার্যক্রম বাড়াচ্ছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন হবে।

অন্যদিকে মেয়াদোত্তীর্ণ কমিটির সহযোগী সংগঠনগুলোর সম্মেলন সম্পন্ন করারও উদ্যোগ নিয়েছে দলটি। এ বিষয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত  আওয়ামী লীগের একাধিক নেতা জানান, আগামী বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। যার মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে দেশের পুরনো এই ছাত্র সংগঠনটিতে। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা যায়, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের সম্মেলনের বিষয়ে আগামী রবিবার (৩০ অক্টোবর) ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে তারিখ ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম সম্মেলনের মধ্য দিয়ে নেতৃত্বে আসেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। কিন্তু ওই বছরের জুলাইয়ে একটি উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তাদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

পরে আল-নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়।

তবে, ছাত্রলীগের বর্তমান নেতৃত্বও বিতর্ক মুক্ত নয়। জয়-লেখককের বিরুদ্ধে কমিটি গঠনে অর্থ গ্রহণসহ নানা অভিযোগ ইতোমধ্যেই আলোচনায় এসেছে। এ অবস্থায় নতুন নেতৃত্বের দাবি জানিয়েছেন আসছেন সংগঠনটির নেতাকর্মীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫