Logo
×

Follow Us

রাজনীতি

রওশনপন্থীদের ডাকা জাতীয় পার্টির সম্মেলন স্থগিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ২২:৫২

রওশনপন্থীদের ডাকা জাতীয় পার্টির সম্মেলন স্থগিত

জাতীয় পার্টি। ছবি: ফাইল

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নামে দলের একাংশের ডাকা সম্মেলন স্থগিত করা হয়েছে।

আজ রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের কাউন্সিল সমন্বয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতির কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষকের প্রেস উইংয়ে দায়িত্বে থাকা কাজী লুৎফুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহর অনুমোদনক্রমে কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫