Logo
×

Follow Us

রাজনীতি

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মুখপাত্র হলেন কাজী মামুনুর রশীদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ২১:৩৯

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মুখপাত্র হলেন কাজী মামুনুর রশীদ

কাজী মামুনুর রশীদ। ফাইল ছবি

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মুখপাত্র হয়েছেন দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ। 

গতকাল শনিবার (৬ নভেম্বর) সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়কদের জরুরি সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার (৬ নভেম্বর) বিশেষ বিজ্ঞপ্তিতে এ আদেশের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, যুগ্ম আহ্বায়কদের মতামত ও সর্বসম্মতিক্রমে পার্টির দশম কাউন্সিল না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদ জাতীয় পার্টি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

যুগ্ম আহ্বায়কদের চূড়ান্ত সিদ্ধান্ত ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্'র সুপারিশক্রমে কাজী মামুনুর রশীদের নিয়োগ অনুমোদন দিয়েছেন রওশন এরশাদ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ আদেশ এরইমধ্যে কার্যকর হয়েছে। এখন থেকে যেকোনো সংবাদ ও তথ্য বা সাংগঠনিক আদেশ সংবাদ মাধ্যমে সরবরাহ করা হবে মূখপাত্রের পর্যবেক্ষণ ও অনুমোদন সাপেক্ষে। যা গণমাধ্যমে পাঠানো হবে প্রেস উইংয়ের মাধ্যমে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫