Logo
×

Follow Us

রাজনীতি

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চাওয়া হয়নি: বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ২০:৪৮

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চাওয়া হয়নি: বিএনপি

বিএনপির দলীয় পতাকা। ছবি: ফাইল

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিভাগীয় গণসমাবেশ করতে অনুমতি চাওয়া হয়নি বলে দাবি করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা যায়, আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। কিন্তু শুরু থেকেই সরকার ভিন্ন কোনো স্থানে সমাবেশের অনুমতি দেওয়ার ইঙ্গিত দেয়।

অবশেষে আজ বৃহস্পতিবার বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতিই চায়নি।

এর আগে, সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এক অনুষ্ঠানে বলেন, আমরা নয়া পল্টনের সমাবেশ করতে অনুমতি চেয়েছি। অনুমতি দিলেও ওখানে সমাবেশ করবো, না দিলেও সমাবেশ করবো সেখানে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫