Logo
×

Follow Us

রাজনীতি

‌‘ষড়যন্ত্রের শিকার’ নাছির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫০

‌‘ষড়যন্ত্রের শিকার’ নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন জানিয়েছেন, দলীয় মনোনয়ন না পাওয়ায় কোনো কষ্ট নেই। তবে আমি মিথ্যাচার, অপরাজনীতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাছির দাবি করেন, আমি আওয়ামী লীগের রাজনীতিকে ইবাদত হিসেবে নিয়েছি। জীবনের ঝুঁকি নিয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর প্রতিবাদ করেছি।

তিনি বলেন, আমি অপরাজনীতির শিকার। অপরাজনীতির শিকার হওয়ায় আমি কিছুটা কষ্ট পেয়েছি। ছোট একটা পদ মেয়র। কেউ যদি বলত, মেয়র পদ আমি এমনিতে ছেড়ে দিতাম। গতবারও তো আমি মনোনয়ন চাইনি। মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। কারো যদি মেয়র পদ দরকার হয় বললেই হতো, আমি মেয়র পদ ছেড়ে দিতাম। একশ ভাগ একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য এ ধরনের একটি অপপ্রচার চালানো হয়েছে।

নাছির বলেন, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার পরও জাতির জনকের খুনিদের পরিবারের সদস্যদের সাথে জড়িয়ে তার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, অপরাজনীতি করা হয়েছি। আমার কাছে মেয়র পদটা বড় নয়। রাজনীতিটা বড়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫