Logo
×

Follow Us

রাজনীতি

নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা, পুলিশের ধাওয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:১৭

নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা, পুলিশের ধাওয়া

কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করছেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তাদের সরকার বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এসময় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়াপল্টন সংলগ্ন কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে জড়ো হয়ে স্লোগান দিচ্ছে বেশ কিছু বিএনপি নেতাকর্মী। এ সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। 

পরে পুলিশ নেতাকর্মীদের নাইটিঙ্গেল মোড় থেকে ধাওয়া করে পল্টন মোড় পর্যন্ত নিয়ে যায়। এ সময় বিজয়নগরের রাস্তার দুপাশের দোকানপাটও বন্ধ করে ফেলেন দোকানিরা।

গতকাল বুধবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল থেকেই নয়াপল্টন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

কাউকেই নাইটিঙ্গেল মোড় পার হতে দেওয়া হচ্ছে না। সংঘর্ষের ঘটনায় প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিন হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করে পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানায় তিনটি মামলা করেছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫