Logo
×

Follow Us

রাজনীতি

গোলাপবাগ মাঠে গণসমাবেশের অনুমতি পেল বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ১৫:২৫

গোলাপবাগ মাঠে গণসমাবেশের অনুমতি পেল বিএনপি

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের অনুমতির আবেদনপত্র। ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে দলটির একটি প্রতিনিধিদল গেলে তাদের সমাবেশের অনুমতির কথা জানানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দুপুরে ডিএমপি কার্যালয়ে যাওয়া বিএনপির প্রতিনিধিদলে ডা. জাহিদের সঙ্গে ছিলেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

পরে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপি তাদের বিভাগীয় গণসমাবেশ করতে পারবে।

এদিকে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গোলাপবাগ মাঠ ও আশপাশের এলাকায় তাদের সমাবেশ উপলক্ষে পুলিশ নিরাপত্তা দেবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বলেছি নেতাকর্মীদের মুক্তি দিতে এবং নতুন করে কাউকে গ্রেপ্তার না করতে। পুলিশ বলেছে, মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমে হবে।

বিএনপির এই আইনজীবী  বলেন, আমরা আশা করি, বিএনপির মহাসচিব জামিনে মুক্ত হবেন। তিনি আগের সব মামলায় জামিনে রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫