Logo
×

Follow Us

রাজনীতি

প্রস্তুত মঞ্চ, মাঠ ছাপিয়ে সড়কে নেতাকর্মীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০৯:৪৭

প্রস্তুত মঞ্চ, মাঠ ছাপিয়ে সড়কে নেতাকর্মীরা

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের মঞ্চ। ছবি: সংগৃহীত

রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠেয় বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের মঞ্চ প্রস্তুত। আজ শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে রাতেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। তাই ভোরে আসা নেতকর্মীদের মিছিল মাঠ ছাপিয়ে আশেপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়েছে।

ভোরে সরেজমিনে দেখা যায়, রাজধানী গোলাপবাগ মাঠে সমাবেশে গতকাল রাতেই উপস্থিত হওয়া অনেক নেতাকর্মী ঘুমিয়ে ছিলেন। তারা সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঢাকা ও বিভিন্ন জেলা থেকে এসেছেন এসব নেতাকর্মীরা।

কিছুক্ষণ পরপরই মাঠে নেতাকর্মীদের মিছিল আসছে। অনেকে মাঠের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মাঠের পশ্চিম পাশে অতিথিদের জন্য মঞ্চ বানানো হয়েছে৷ মাঠে বড় গ্যাসবেলুনে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন পোস্টার ও স্লোগান লিখে তা উড়ানো হয়েছে।

এর আগে, এই গণসমাবেশের স্থান নিয়ে টানাপড়েন শেষে গোলাপবাগ মাঠে এই কর্মসূচি পালনের অনুমতি পায় বিএনপি। তার পরপরই সেখানে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫