Logo
×

Follow Us

রাজনীতি

গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ চলছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১১:০০

গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ চলছে

গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। ছবি: সংগৃহীত

কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠে এ কর্মসূচি শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব যথাক্রমে আমিনুল হক ও রফিকুল আলম মজনুর সঞ্চালনায় গণসমাবেশ প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সমাবেশের মঞ্চে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান শ্রাবণসহ আরো অনেকে।

এদিকে, গণসমাবেশের মঞ্চে দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। যার একটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অপরটিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেমপ্লেট রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫