বিএনপির এমপিদের সংসদ থেকে পদত্যাগের ঘোষণা আসছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১২:১৮
-639424a384493.jpg)
বিএনপি। ছবি: প্রতীকী
জাতীয় সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির এমপিরা। আজ শনিবার (১০ ডিসেম্বর) দলীয় সূত্রে জানা যায়, দুয়েকদিনের মধ্যেই এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।
এদিকে একাধিক সূত্রে জানা যায়, গোলাপবাগে বিএনপির আজকের বিভাগীয় গণসমাবেশ থেকেই এমপিদের পদত্যাগের ঘোষণা আসতে পারে।
বগুড়া-৬ আসনের এমপি ও বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ সংবাদ মাধ্যমকে জানান, আজকের সমাবেশ থেকেই আমরা পদত্যাগের ঘোষণা দেবো।
বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই দলীয় এমপিদের পদত্যাগ করতে বলা হয়েছে বলেও জানা গেছে।
এর আগে, গত ৩০ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলে, তাদের এমপিরা সংসদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদে বিএনপির ৭ জন এমপি রয়েছেন, যাদের মধ্যে ১ জন সংরক্ষিত নারী আসনের এমপি।