Logo
×

Follow Us

রাজনীতি

যুগপৎ আন্দোলনে ৭ সদস্যের লিয়াজোঁ কমিটি বিএনপির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ১৬:১৮

যুগপৎ আন্দোলনে ৭ সদস্যের লিয়াজোঁ কমিটি বিএনপির

বিএনপির দলীয় পতাকা। ছবি: ফাইল

সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে যুগপৎ আন্দোলন করতে লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয়ের জন্য দলের সাতজন সিনিয়র নেতার সমন্বয়ে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫