Logo
×

Follow Us

রাজনীতি

সড়ক আটকিয়ে কর্মসূচি, বিএনপিকে হুঁশিয়ারি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ২৩:২৬

সড়ক আটকিয়ে কর্মসূচি, বিএনপিকে হুঁশিয়ারি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: ফাইল

বিএনপিকে  হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সড়ক আটকিয়ে বিএনপিকে কোনো কর্মসূচির অনুমতি দেবে না সরকার। আন্দোলনের নামে সড়ক আটকিয়ে জনভোগান্তি তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

আজ সোমবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর রাজাবাজারে এক অনুষ্ঠানে ১০ জানুয়ারি বিএনপির অবস্থান কর্মসূচি প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন জামায়াতকে এখনো রাজনৈতিক দলের অনুমোদন দেয়নি। সে কারণে তাদের নির্বাচনে আসার সুযোগ নেই। এই পরিস্থিতিতে তারা সহিংসতা করলে ভুল করবে। এমন ভুল করলে জামায়াত তাদের ভুলের মাশুলও পাবে।

মন্ত্রী আরো বলেন, আমরা কখনোই বলিনি জঙ্গিদের মূলোৎপাটন করেছি। আমরা জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে রেখেছি। আবার কিছু যুবক ভুলপথে গিয়ে বাড়ি ছেড়েছে। কথিত হিজরত করা বেশিরভাগ তরুণকেই আমরা ফিরিয়ে আনতে বা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আত্মগোপনে থাকাদেরও আইনের আওতায় আনা হবে।

এর আগে রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে মন্ত্রী আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫