Logo
×

Follow Us

রাজনীতি

পদত্যাগ করলেন জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ২১:৫২

পদত্যাগ করলেন জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন এস এম আবু সুফিয়ান চঞ্চল ।

কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'চঞ্চল গতকাল বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সেলে পদত্যাগপত্র জমা দেয়। পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।'কী কারণ দেখিয়ে চঞ্চল পদত্যাগপত্র জমা দিয়েছেন তা জানাতে রাজি হননি লেখক ভট্টাচার্য।

কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক আহসান হাবিব সাংবাদিকদের জানান, তিনি গত মঙ্গলবার চঞ্চলের পদত্যাদপত্র হাতে পেয়েছেন।

তিনি বলেন, 'আমি পদত্যাগপত্র পড়ে দেখিনি। ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে তা হস্তান্তর করা হয়েছে। তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করে থাকতে পারেন। পদত্যাগের  বিষয়ে সিদ্ধান্ত হলে প্রেস রিলিজ আকারে তা জানিয়ে দেওয়া হবে।'

এ বিষয়ে আবু সুফিয়ান চঞ্চলকে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫