যুবলীগের সপ্তম কংগ্রেস

শেষ মুহূর্তে আলোচনায় যারা

সরকারের চলমান শুদ্ধি অভিযানের পেছনে যুবলীগের ভূমিকাই ছিল বেশি। ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে। যুবলীগের আরো বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ক্যাসিনোকাণ্ডসহ টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগে জেলও খাটছেন। 

ইতোমধ্যে ঢাকা মহানগর দক্ষিণের আলোচিত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটসহ অনেকে বহিষ্কার হয়েছেন। যারা এখনো বহিষ্কার কিংবা গ্রেফতার হননি তারাও আছেন আতঙ্কে। এরই মধ্যে দীর্ঘ সাত বছর পর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুবলীগের সপ্তম কংগ্রেস। 

সম্মেলনকে সামনে রেখে গুঞ্জন চলছে কারা আসছেন শীর্ষ নেতৃত্বে তা নিয়ে। সম্ভাব্য পদ প্রত্যাশীরা নিজেদের মতো করে লবিং করছেন, চলছে দৌড়ঝাঁপ, চেষ্টা করছেন নেত্রীর নজরে আসার। উপ-কমিটির সদস্যরা ব্যস্ত সময় পার করছেন। তবে অনুষ্ঠিত কংগ্রেসে কপাল খুলতে পারে ক্লিন ইমেজের নেতাদের। সম্মেলন ঘিরে ক্লিন ইমেজের নেতারা অনেকটাই চাঙা হয়ে উঠেছেন।

যুবলীগের চেয়ারম্যান পদে যারা আলোচনায় আছেন তাদের মধ্যে অন্যতম শেখ ফজলে শামস পরশ। তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিরের ছেলে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে জড়িত ছিলেন তিনি। তার ছোট ভাই শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হয়েছেন।

সাম্প্রতিক ক্যাসিনো বিরোধী অভিযানে যুবলীগের অনেক শীর্ষ নেতা বিতর্কিত হওয়ায় ক্লিন ইমেজের নেতা শেখ ফজলে শামস পরশ চেয়ারম্যান পদে আলোচনায় আছেন। পরশের পাশাপাশি শীর্ষ পদের আলোচনায় রয়েছেন শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম। তারা দু’জনই শেখ সেলিমের ছেলে। দুজনই যুবলীগের সদস্য। তবে চয়ন ইসলামও চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন।

এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে যারা আলোচনায় আছেন তারা হলেন-মহিউদ্দিন আহমেদ মহি, সুব্রত পাল, ফারুক হাসান তুহিন, মঞ্জুরুল আলম শাহীন, বদিউল আলম,  এসএম জাহিদ,  ইকবাল মাহমুদ বাবলু, সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার।

তবে, যুবলীগের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে পূর্বনির্ধারিত বয়সসীমা ৫৫ বছরই থাকছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার (২২ নভেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রস্তুতি পরিদর্শন শেষে একথা জানান ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, যুবলীগের নেতৃত্ব বাছাই কাউন্সিলররা ঠিক করবে। তাদের মধ্যে আলাপ-আলোচনা হবে। তাদের সম্মতিতে পরবর্তী নেতৃত্ব আসবে। এখানে অবশ্যই আমাদের অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মূল্যবান পরামর্শ আমরা নেবো।

এদিকে চয়ন ইসলামকে আহ্বায়ক ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদকে সদস্য সচিব করে সপ্তম জাতীয় সম্মেলন (কংগ্রেসের) প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //