Logo
×

Follow Us

রাজনীতি

কোকোর জন্মদিনে বিএনপির নানা কর্মসূচি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১২:৫০

কোকোর জন্মদিনে বিএনপির নানা কর্মসূচি

আরাফাত রহমান কোকো

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মদিন আগামীকাল ১২ আগস্ট (বুধবার)। 

দিনটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

ওইদিন সকাল ১০টায় কোকোর কবর জিয়ারত করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্য নেতারা। দুপুরে এতিমখানায় খাবার বিতরণ করা হবে। বাদ আসর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

এছাড়া দেশে বিভিন্ন জায়গাতে কোকোর জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি থাকবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। পরে ২৮ জানুয়ারি তার মরদেহ দেশে আনা হয় এবং বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫