দুর্নীতি-উদাসীনতায় পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৭
-5f68513fa22cd.jpg)
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জন্য সরকারের দুর্নীতি ও উদাসীনতাকে দায়ী করেছেন।
গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে এক টুইট বার্তায় এমন অভিযোগ করে তিনি।
বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার ব্যর্থ হয়েছে। দুর্নীতির কারণেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। করোনাভাইরাস মহামারিকালে সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে মানুষ পড়েছে নিদারুণ অর্থকষ্টে। অথচ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।
তিনি বলেন, ২০১৯ সালে পেঁয়াজের দাম ১০ গুণ বেড়েছিল। সেই সংকট ফিরে এসেছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এই ব্যর্থতা ম্যান্ডেটবিহীন সরকারের দুর্নীতি ও উদাসীনতারই স্বাক্ষর।