Logo
×

Follow Us

রাজনীতি

নির্বাচনে বিএনপির অংশ তামাশার নাটক: কাদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১৩:০৫

নির্বাচনে বিএনপির অংশ তামাশার নাটক: কাদের

বিএনপি নির্বাচনে অংশগ্রহণের নামে তামাশার নাটক করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি উপ-নির্বাচনে অংশ নিয়েছে। ঈশ্বরদীতে তারা যে তামাশা করেছিলো ঢাকার নির্বাচনেও তারা একই কাজ করেছে।

আজ রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণের নামে তামাশার নাটক করেছে।

তিনি আরো বলেন, কারবালার প্রান্তরের চেয়েও ভয়াবহ ছিল ১৫ আগস্টের হত্যাকাণ্ড। শেখ রাসেলকেও ছাড়েনি খুনিরা।

এর আগে ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় কবরস্থান প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫