Logo
×

Follow Us

রাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫২

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সাথে স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ আছেন।  

এর আগে গত ২৯ ডিসেম্বর গুলশানে নিজ বাসায় অসুস্থ হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর গত ২০ জানুয়ারি তিনি বাসায় ফেরেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫