
স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামীকাল ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ এবং ঐদিনই একই বিষয়ে দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. রফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
আগামী ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত থাকতে এবং একইদিন দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি সফল করতে অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।