Logo
×

Follow Us

রাজনীতি

এমপি তানভীর শাকিলের আবার করোনা শনাক্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১, ১২:০৭

এমপি তানভীর শাকিলের আবার করোনা শনাক্ত

তানভীর শাকিল জয়। ফাইল ছবি

সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ ও কাজীপুর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের ফের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মিন্টু।

মিন্টু বলেন, তানভীর শাকিল তার নির্বাচনি এলাকা কাজীপুরের বিভিন্ন এলাকায় কর্মসূচি শেষ করে গত শনিবার ঢাকায় যান। পরেরদিন তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ ফল আসে। 

তানভীর এক মাস আগে করোনার টিকা নিয়েছিলেন। তার বাবা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম করোনায় সংক্রমিত হয়েছিলেন। করোনা নেগেটিভ হওয়ার কয়েকদিন পর তিনি মারা যান।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫