Logo
×

Follow Us

রাজনীতি

খালেদা জিয়ার জন্য আইসিইউসহ কেবিন বুকিং

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১৮:৪৯

খালেদা জিয়ার জন্য আইসিইউসহ কেবিন বুকিং

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো উপসর্গ না থাকলেও পরবর্তী সময়ে কিছু ঘটলে তার চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে আইসিইউসহ কেবিন বুকিং করা হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় দেখতে এসে সাংবাদিকদের এ কথা জানান তার ভাগ্নে ডা. মামুন। তিনি আরো জানান, খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমাসহ ৯ জন করোনায় আক্রান্ত। 

মামুন আরো জানান, খালেদা জিয়ার কোনো উপসর্গ নেই। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৯ জন করোনা আক্রান্ত হওয়ায় তারও পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

এর আগে খালেদা জিয়ার রিপোর্ট পজিটিভ আসে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান নিশ্চিত করেন।

বিএনপির একটি সূত্র জানায়, কয়েকদিন ধরে খালেদা জিয়া জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। এর প্রেক্ষিতে গতকাল আইসিডিডিআরবি,র একটি প্রতিনিধি দল তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে নমুনা সংগ্রহ করেন। আজ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫