Logo
×

Follow Us

রাজনীতি

স্বাস্থ্যবিধি না মানলে ফের কঠোর লকডাউন : কাদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১২:৫৯

স্বাস্থ্যবিধি না মানলে ফের কঠোর লকডাউন : কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি

স্বাস্থ্যবিধি না মানলে আবারো কঠোর লকডাউন দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্থ‌্যবিধি মেনে চলতে হবে, তা না হলে সরকার আবারো কঠোর লকডাউন দিতে বাধ্য হবে। 

আজ রবিবার (২৫ এপ্রিল) সকালে এক ভিডিওবার্তায় তিনি এ সব কথা বলেন। 

আগামী ২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে বিধিনিষেধ। নতুন করে আর লকডাউনের মেয়াদ বাড়ছে না। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলবে। চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫