Logo
×

Follow Us

রাজনীতি

হেফাজতের নেতা মাসউদ গ্রেফতার

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১২:২৮

হেফাজতের নেতা মাসউদ গ্রেফতার

হেফাজতের নেতা মাওলানা মুফতি মাসউদ

সিলেটের জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক ও শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি মাসউদকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল রাতে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের মাইজগ্রাম জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন কিছু মুসল্লি। মিছিলটি মাইজগ্রাম জামে মসজিদ থেকে শুরু হয়ে শাহগলিবাজার চৌমুহনীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন চলাকালীন অবস্থায় বিক্ষোভ মিছিল পালন করায় জকিগঞ্জ থানা পুলিশ সেখান থেকে ৮ জনকে আটক করে। এ ঘটনায় পরদিন ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশ।

জকিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, জকিগঞ্জ থানায় দায়ের করা পুলিশের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় পূর্বেই আরো ৮ জনকে গ্রেফতার করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫