Logo
×

Follow Us

রাজনীতি

খালেদা জিয়ার বাসার সব কর্মী করোনামুক্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২১, ১১:২৯

খালেদা জিয়ার বাসার সব কর্মী করোনামুক্ত

খালেদা জিয়ার বাসার সব কর্মী করোনামুক্ত। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সব কর্মীরা করোনাভাইরাসমুক্ত হয়েছেন বলে জানান চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

আজ শনিবার (১ মে) এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, খালেদা জিয়ার বাসায় মোট নয়জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে আগে পাঁচজনের নেগেটিভ হয়। বেগম জিয়াসহ চারজন পজিটিভ ছিলেন। গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই বাসায় এখন আর কারও করোনা পজিটিভ নেই।

তবে খালেদা জিয়ার করোনা রিপোর্টের বিষয়ে চিকিৎসকরা জানাবেন বলে জানান শায়রুল।

এর আগে ১১ এপ্রিল খালেদা জিয়ার বাসভবন ফিরোজার নয় কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫