Logo
×

Follow Us

রাজনীতি

দোয়া মাহফিলে কাদের মির্জার নাচের ভিডিও ভাইরাল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২১, ২০:৪৫

দোয়া মাহফিলে কাদের মির্জার নাচের ভিডিও ভাইরাল

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে নাচলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার নাচের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১১ জুন) বসুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়ার মাহফিল’ গানের তালে তালে নাচতে দেখা যায় কাদের মির্জাকে। তার নাচের ভিডিও অনেকে ফেসবুকে লাইভ করেন। যা মুহূর্তের মধ্যে ইউটিউব, ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে মেয়র কাদের মির্জাকে মাঝে রেখে অনুসারীরা গানের তালে তালে আনন্দ উচ্ছ্বাস করছেন। কাদের মির্জাও হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচছেন।

আলোচনা সভা ও দোয়ার মাহফিলে কাদের মির্জা ঘোষিত উপজেলার আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র কাদের মির্জা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫