Logo
×

Follow Us

রাজনীতি

পাভেল সিকদারের ছাত্রদলের সহ-সভাপতি পদ স্থগিত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১৫:২৮

পাভেল সিকদারের ছাত্রদলের সহ-সভাপতি পদ স্থগিত

জাতীয়তাবাদী ছাত্রদল

ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক পাভেল সিকদারের কেন্দ্রীয় সহ-সভাপতি পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিেত এ তথ্য জানানো হয়। 

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পাভেল সিকদার সদ্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক নির্বাচিত হওয়ায় তার কেন্দ্রীয় পদ স্থগিত ঘোষণা করা হয়। 

এই সিদ্ধান্ত শুক্রবার (৩০ জুলাই) থেকে তার আহবায়ক হিসাবে দায়িত্ব পালনকাল পর্যন্ত বহাল থাকবে।   

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫