Logo
×

Follow Us

রাজনীতি

কুমিল্লার এমপি আলী আশরাফ আর নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১৬:৪১

কুমিল্লার এমপি আলী আশরাফ আর নেই

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ।

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ (৭৪) আর নেই।

শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলী আশরাফের একান্ত সচিব আব্দুল কুদ্দুস হাওলাদার এ তথ্য জানান।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকার পাশাপাশি ডায়াবেটিসেও ভুগছিলেন তিনি। 

গত ১০ জুলাই তাকে স্কয়ার হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৩ জুলাই তাকে আইসিইউতে নেয়া হয়।

আলী আশরাফ এ নিয়ে পঞ্চমবার জাতীয় সংসদে কুমিল্লার ভোটারদের প্রতিনিধিত্ব করছেন। ২০০০ সালে আলী আশরাফ ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের নবম ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫