Logo
×

Follow Us

রাজনীতি

জামায়াত নেতা শামসুল ইসলাম ৪ দিনের রিমান্ডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৯

জামায়াত নেতা শামসুল ইসলাম ৪ দিনের রিমান্ডে

আদালত প্রাঙ্গণে জামায়াত নেতা মাওলানা আ ন ম শামসুল ইসলাম

জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১০ সেপ্টম্বর) বিকেলে ভাটারা থানা পুলিশ তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে উপস্থাপন করে সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় আসামি হিসেবে ১০ দিনের রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে আদালত তাকে চার দিনের রিমান্ড দেন। এ সময় মাওলানা শামসুল ইসলামের সাথে আটক তার বাবুর্চি ইমাম হোসেনকেও চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।

গত ৬ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনকে আটক করে পুলিশ। পরে রাতে ভাটারা থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় অনেককে। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মাওলানা শামসুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক কাজী জুনায়েদ আলী মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অপর পক্ষে মাওলানা শামসুল ইসলামের জামিন আবেদন করেন শামসুল ইসলামের আইনজীবীরা।

শুনানিতে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, মাওলানা শামসুল ইসলাম একজন সাবেক আইন প্রণেতা। তিনি জনগনের ভোটে নির্বাচিত ছিলেন। রাজনৈতিকভাবে হয়রানি করতেই তাকে আটক করা হয়েছে। তিনি এ মামলার আসামি নন। তাছাড়া যে সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হয়। কিন্তু এক্ষেত্রে সরকারের কোনো অনুমতি নেয়া হয়নি। এজন্য এ মামলা চলতে পারে না।

তিনি আরো বলেন, মাওলানা শামসুল ইসলাম একজন বয়োবৃদ্ধ মানুষ। তিনি খুবই অসুস্থ। হৃদরোগে আক্রান্ত। তিনি এ মামলার এজাহারভুক্ত আসামি না হওয়ায় তাকে রিমান্ডে নেয়ার প্রয়োজন নেই। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। শুনানি শেষে আদালত মাওলানা শামসুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা প্রসঙ্গে পরে মাওলানা শামসুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, গত ৮ সেপ্টেম্বর রাত পৌনে ১টায় সাদা পোশাকের পুলিশ তার উত্তরার বাসা থেকে আটক করে নিয়ে যায়। এরপর ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে উপস্থাপনের নিয়ম থাকলেও দীর্ঘ ৪০ ঘণ্টা পরে আজ বিকেল ৪টায় তাকে আদালতে আনা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫