খালেদা জিয়ার অবস্থার অবনতি, ঢাকায় কোকোর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১৪:১৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথী তাকে দেখতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক, পরিবার ও দলের পক্ষ থেকে কেউ কিছু বলছেন না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। তার পুরোনো সমস্যাগুলোর পাশাপাশি শরীরে নতুন জটিল একটি রোগের উপসর্গ দেখা দিয়েছে।
এসব বিষয়ে জানতে চাইলে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করতে আজ সোমবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনের স্বাস্থ্যগত বিষয়ে গণমাধ্যমকে জানাবেন।
একটি সূত্র নিশ্চিত করেছে, গতকাল রবিবার (২৪ অক্টোবর) রাতে ঢাকা বিমানবন্দরে নেমে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান শর্মিলা রহমান। অপর একটি সূত্র জানায়, তিনি হাসপাতাল থেকে গুলশানে খালেদা জিয়ার বাসায় গেছেন। সেখানে অবস্থান করছেন।
খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম বলেছেন, কোকোর স্ত্রী শর্মিলা রহমান ঢাকায় এসেছেন বলে তিনি পত্রিকায় দেখেছেন। তার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ বা কথাবার্তা হয়নি।
তিনি আজ দুপুরে বলেন, তার (খালেদা জিয়া) অবস্থা ভালো না। জ্বর আসে, কিডনির সমস্যা আছে, সুগার নিয়ন্ত্রণে আসছে না। আরও নানা জটিলতা আছে। এজন্য আমরা সরকারকে বারবার বলেছি যে তাকে বিদেশে পাঠাব। কিন্তু সরকার তো কিছুতেই রাজি হচ্ছে না। তার যে জটিলতা এখানে এর চিকিৎসা সম্ভব নয়, বিদেশে যেতে হবে।
গত ১২ অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টানা ৫৪ দিন একই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।