Logo
×

Follow Us

রাজনীতি

প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে রসিকতা করছেন: রিজভী

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ১৬:০১

প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে  রসিকতা করছেন: রিজভী

কা‌পা‌সিয়া উপজেলা বিএন‌পির সম্মেলন

বিএন‌পির যুগ্ম-মহাস‌চিব রুহুল কবীর রিজভী বলেছেন, গায়ের জোড়ে মি‌ডিয়াকে নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা অনেক কথা বলেন, রাস্তায় বের হলে বুঝা যায় দেশে এখন হাহাকার চলছে। আর প্রধানমন্ত্রী ঠাট্টা করছেন। 

আজ শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে গাজীপুরের কা‌পা‌সিয়া উপজেলা বিএন‌পির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গাজীপুরের কাপা‌সিয়া ঘাগটিয়া এলাকায় সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। 

কাপা‌সিয়া উপ‌জেলা বিএন‌পির আহবায়ক শাহ মোহাম্মদ রিয়াজুল হান্নানের‌ সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএন‌পিরসহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক র‌ফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল ও কালিয়াকৈর পৌরসভার মেয়র ম‌জিবুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএন‌পির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

এর আগে ২০০৯ সালে কাপা‌সিয়া উপজেলা বিএন‌পির সম্মেলন অনুষ্ঠিত হয়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫