
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ।
আজ সোমবার (১৩ জুন) সন্ধ্যায় মেডিকেল বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।
ডা. জাহিদ আরো জানান, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর খালেদা জিয়ার হার্টের বাকি দুটি বক্ল নিয়ে কাজ করা হবে। খালেদা জিয়াকে আরো কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে মেডিক্যাল বোর্ডের সোমবারের বৈঠকে ১৯ সদস্যের মধ্যে সাত সদস্য উপস্থিত ছিলেন।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার এনজিওগ্রাম করার পর মেডিক্যাল বোর্ড আগামীকাল মঙ্গলবার পর্যন্ত ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। ওই দিন বিকেল ৫টায় মেডিক্যাল বোর্ড বসবে। এটা নিয়মিত বৈঠক। চিকিৎসকরা সার্বক্ষণিক মনিটরিং করছেন।
এর আগে সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য বিকেলে মেডিকেল বোর্ড বসবে বলে জানান চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে কোভিড আক্রান্ত হওয়ার পর এ নিয়ে বেগম খালেদা জিয়াকে পাঁচ দফায় হাসপাতালে ভর্তি করা হলো। গত ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেয়া হয়েছিল। এর আগে চিকিৎসকরা বেগম জিয়ার 'পরিপাকতন্ত্রে' রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।