Logo
×

Follow Us

রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে মশাল মিছিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ২৩:২৫

খালেদার মুক্তির দাবিতে মশাল মিছিল

রাজধানীতে মশাল মিছিল। ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। 

এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও মিছিলে অংশ নেন যুবদলের নেতা শফি উদ্দিন আহমেদ সেন্টু, রবিউল ইসলাম নয়নসহ দুই শতাধিক নেতাকর্মী।

মিছিল শেষে রিজভী বলেন, এ সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। দুর্নীতি, টাকা পাচার ও লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎ সংকটে লোডশেডিং এ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। দ্রব্যমূল্যের দাম এখন আকাশ ছোঁয়া। এ অবস্থা চলতে পারে না। অচিরেই আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫