বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও মিছিলে অংশ নেন যুবদলের নেতা শফি উদ্দিন আহমেদ সেন্টু, রবিউল ইসলাম নয়নসহ দুই শতাধিক নেতাকর্মী।
মিছিল শেষে রিজভী বলেন, এ সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। দুর্নীতি, টাকা পাচার ও লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎ সংকটে লোডশেডিং এ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। দ্রব্যমূল্যের দাম এখন আকাশ ছোঁয়া। এ অবস্থা চলতে পারে না। অচিরেই আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিএনপি খালেদা জিয়া মিছিল
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh