Logo
×

Follow Us

রাজনীতি

এরশাদের প্রতিকৃতিতে জাফরুল্লাহর শ্রদ্ধা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ১৭:০৯

এরশাদের প্রতিকৃতিতে জাফরুল্লাহর শ্রদ্ধা

এরশাদের প্রতিকৃতিতে জাফরুল্লাহর শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে সাবেক এই রাষ্ট্রপতির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে এক মিনিট নীরবতা পালন এবং এরশাদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে কিছু সময় অতিবাহিত করেন ডা. জাফরুল্লাহ। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মুঠোফোনে ডা. জাফরুল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, জাপা যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, ফখরুল আহসান শাহাজাদা, আহাদ ইউ চৌধুরী, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫