Logo
×

Follow Us

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে প্রধানমন্ত্রীর চা পান করবেন ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১৪:৪১

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে প্রধানমন্ত্রীর চা পান করবেন ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে তার দল প্রধানমন্ত্রীর চা পানের দাওয়াত গ্রহণ করবে। 

আজ রবিবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

সরকারের পদত্যাগ করার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নিবে না।

তিনি আরো বলেন, সরকার বড় বড় প্রকল্পের নামে লুট করছে। ১৫ বছরের সরকার শুধু একটা বিষয়ে নজর দিয়েছে তা হচ্ছে টাকা পাচার ও লুট। 

রাজার দোষে রাজ্য নষ্ট হয় আর প্রজা কষ্ট পায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন সরকার দেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা বানিয়ে দিচ্ছে অথচ দেশের বিভিন্ন জেলায় মানুষ দুই বেলা খেতে পাচ্ছে না। জ্বালানির ব্যাপারে সরকারের পরিকল্পনা করেনি তাই এই সংকট দেখা দিয়েছে। 

তিনি আরো বলেন, বোরো ধানের মৌসুম শুরু হয়েছে। গ্রামে সাত থেকে আট ঘণ্টা বিদ্যুৎ যাচ্ছে। এতে ধান উৎপাদন কমে যাবে। খাদ্য সংকট হবে। কিছুদিন পর সার উৎপাদন বন্ধ হয়ে যাবে। সারের সংকট হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫