Logo
×

Follow Us

রাজনীতি

আগস্ট মাস এলেই বিএনপি বেপরোয়া হয়ে ওঠে: কাদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ১০:৩৩

আগস্ট মাস এলেই বিএনপি বেপরোয়া হয়ে ওঠে: কাদের

শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলেই বিএনপির বেপরোয়া হয়ে ওঠে। ভোলায় পুলিশের ওপর হামলা তারই লক্ষণ। পুলিশ তো আর বসে বসে আঙুল চুষবে না। সেদিন কী হয়েছে ভিডিও ফুটেজে সব আছে।

আজ শুক্রবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

এসময় শেখ কামালের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, তরুণ সমাজের রোল মডেল ছিলেন তিনি।

তিনি আরো বলেন, ভোলার ঘটনাকে কেন্দ্র করে আগুন সন্ত্রাস করতে চায় বিএনপি। ফের আগুন সন্ত্রাস করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়। আমরাও তাদের প্রতিহত করতে প্রস্তুত আছি।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫