Logo
×

Follow Us

রাজনীতি

ইভিএমে ভোটে যাবে না বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ১২:৫৪

ইভিএমে ভোটে যাবে না বিএনপি

বিএনপির পতাকা। ছবি: সংগৃহীত

বর্তমান নির্বাচন কমিশন সরকারের দালালি করছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ইভিএম হচ্ছে ভোট চুরির নতুন কৌশল। ইভিএমে ভোটগ্রহণ হলে বিএনপি ভোটে যাবে না।

আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে মুক্তিযোদ্ধা দলের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ব্যাংক রিজার্ভ লুটের সাথে আওয়ামী লীগের সিন্ডিকেট জড়িত। দেশে মানবাধিকার নেই। সেই কারণে নিষেধাজ্ঞার খড়ক পড়েছে। এতে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে। 

তিনি আরো বলেন, দেশে আওয়ামী লীগের গোষ্ঠীতন্ত্র চলছে। এরাই লুটপাট চালাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫