
বিএনপির পতাকা। ছবি: সংগৃহীত
বর্তমান নির্বাচন কমিশন সরকারের দালালি করছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ইভিএম হচ্ছে ভোট চুরির নতুন কৌশল। ইভিএমে ভোটগ্রহণ হলে বিএনপি ভোটে যাবে না।
আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে মুক্তিযোদ্ধা দলের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ব্যাংক রিজার্ভ লুটের সাথে আওয়ামী লীগের সিন্ডিকেট জড়িত। দেশে মানবাধিকার নেই। সেই কারণে নিষেধাজ্ঞার খড়ক পড়েছে। এতে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে।
তিনি আরো বলেন, দেশে আওয়ামী লীগের গোষ্ঠীতন্ত্র চলছে। এরাই লুটপাট চালাচ্ছে।