Logo
×

Follow Us

রাজনীতি

‘সরকার পতনের মধ্য দিয়ে শাওন হত্যার বিচার করা হবে’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ২২:২২

‘সরকার পতনের মধ্য দিয়ে শাওন হত্যার বিচার করা হবে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শাওনের রক্ত বৃথা যেতে দেব না। সরকার পতনের মধ্য দিয়ে শাওন হত্যার বিচার করা হবে। সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। 

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে নিহত যুবদলনেতা শাওনের জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুল এসব কথা বলেন।

এ সময় মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে শহিদুল ইসলাম শাওনের নিহতের প্রতিবাদে আগামীকাল শনিবার বিকেল ৩টায় নয়াপল্টনে যুবদল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।

নয়াপল্টনে জানাজার নামাজ শেষে শাওনের মরদেহ মুন্সীগঞ্জে নিজের বাড়ির উদ্দেশে রওনা হয়।

জানাজা শেষে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা নয়া পল্টনের এলাকায় মশাল মিছিল করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫