Logo
×

Follow Us

রাজনীতি

‘পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১৫:২৪

‘পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (২১ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বিএনপির খুলনার সমাবেশ ঘিরে সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাস্তায় রাস্তায় বাধা প্রদান করছে। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। পথে পথে যেখানে দেখবে সেখানে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে বিএনপির ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে করে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার।

তিনি আরো বলেন, সমাবেশ ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সরকারকে দায় নিতে হবে। তারা বিএনপিকে সভা-সমাবেশ করেত দিতে চায় না। গণপরিবহন বন্ধ করে দিয়েছে সরকার। পরিকল্পিতভাবে তারা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ। গতকাল রাত থেকে জেলার অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী জেলার সাথে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। আর আজ থেকে নৌপথেও যোগাযোগ বন্ধ। এতে বিপাকে পড়েছেন বহু মানুষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫