Logo
×

Follow Us

রাজনীতি

আজ বিএনপির কর্মসূচি স্থগিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৯:০৯

আজ বিএনপির কর্মসূচি স্থগিত

বিএনপির লোগো। ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। একইসাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের চলমান সংলাপের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) যে দুটি দলের সাথে সংলাপের কর্মসূচি ছিল তা স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, এ দিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ ন্যাপের একাংশের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর নেতৃত্বে প্রতিনিধি দল এবং বিকেল ৪টায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলামের নেতৃত্বে দলটির নেতাদের সাথে বিএনপির বৈঠক নির্ধারিত ছিল। কিন্তু তা সিত্রাংয়ের জন্য স্থগিত করা হয়েছে।

বিএনপির এই নেতা আরো বলেন, বৈঠক দুটির পরিবর্তিত সময় পরে জানানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫