Logo
×

Follow Us

রাজনীতি

যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোত

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১৫:১০

যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোত

কানায় কানায় ভরে গেছে যশোরের শামস-উল হুদা স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে কানায় কানায় ভরে গেছে যশোরের শামস-উল হুদা স্টেডিয়াম। দুপুর ১২টার মধ্যে জনসভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। আশপাশের এলাকাও লোকারণ্য হয়ে উঠেছে। এরপরও থামেনি সভামুখী জনস্রোত। পুরো শহরে বিরাজ করছে উৎসবের আমেজ। যশোরের এই জনসভা দিয়েই শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনেকেই আসেন দল বেঁধে বাদ্যযন্ত্র বাজিয়ে।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করার জন্য বেশ কয়েক দিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই পরিশ্রমের সার্থকতা প্রমাণ হওয়ার পথে। এরই মধ্যে স্টেডিয়ামের মাঠ ভরে গেছে। আশা করছি, ১০ লাখের ওপরে লোক হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫