Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপি নেতা রবিউল গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১৬:৩২

বিএনপি নেতা রবিউল গ্রেপ্তার

বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। ফাইল ছবি

বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করে প্রথমে ডিবি কার্যালয় নেওয়া হয়। পরে তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান‌ জানান, কলাবাগান এলাকা থেকে শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আদালতে তোলা হবে।

রবিউল আলম ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫