বিএনপির ১০ দিনের নতুন কর্মসূচির ঘোষণা

আগামী ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

আজ শনিবার (১৪ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা শেষে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল এগারোটায় শুরু হয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ যৌথ সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

সভা শেষে মির্জা ফখরুল বলেন, সরকার সব সময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে; কিন্তু তারাতো এই চেতনাকে বেমালুম গিলে ফেলেছে। এর থেকে বাঁচার জন্য এদেশেরা মানুষ জেগে উঠেছে। তারা এখন সংগ্রাম করছে।

তিনি আরও বলেন, সরকার দুর্নীতিতে দেশ ধ্বংস করে দিয়েছে। বিচারবিভাগ ধ্বংস করেছে। প্রতিদিন নির্যাতনের মাত্রা বাড়ছে, তারপরও নেতাকর্মীরা আরও উজ্জীবিত হচ্ছে। ১০ দফা দাবির মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা হবে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, সরকার এতো মিথ্যাচার করে তাদের কথার উত্তর দিতে রুচিতে বাধে। এসময় সারাদেশে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //